সোমবার চাঁদ দেখার আহ্বান সৌদি সুপ্রিম কোর্টের

ডেস্ক রিপোর্ট

৪৪

- Advertisement -

স্থানীয় সময় আগামী সোমবার সৌদি আরবের আকাশে দেশটির মুসলিম সম্প্রদায়কে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট।

শনিবার (০৬ এপ্রিল) আল-আরাবিয়া জানিয়েছে, আগামী সোমবার (২৯ রমজান) সৌদির আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে দেশটিতে মঙ্গলবার (০৯ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

তবে সোমবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিনের হবে এবং বুধবার দেশটিতে ঈদ হবে।

আগামী সোমবার সৌদি আরবের যে কোনো প্রান্তে কেউ যদি খালি চোখে কিংবা দূরবীনের মাধ্যমে নতুন চাঁদ দেখতে পান, তাহলে তার নিকটতম কোনো আদালতকে ওই খবর দেয়ার আহ্বান জানিয়েছে সৌদি সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট বলেছে যে- আমরা আশা করি- যদি কারো চাঁদ দেখার সক্ষমতা থাকে, তাহলে তিনি যেন এ বিষয়ে মনোযোগী হোন।

রমজান হলো আরবি বর্ষপঞ্জিকার নবম মাস। আরবি মাসগুলো ২৯ ও ৩০ দিনের হয়ে থাকে। আর মাসগুলো নির্ধারিত হয়ে থাকে চাঁদ দেখার ওপর।

গত ১১ মার্চ সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। সে অনুযায়ী সোমবার দেশটিতে ২৯ রমজান হবে।

ইসলামের সূতিকাগার হওয়ায় সৌদিতে চাঁদ দেখা যাওয়া নিয়ে সারা বিশ্বের সব মুসল্লিদের মধ্যে একটি আগ্রহ কাজ করে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাধারণ মানুষের মধ্যে ওইদিন থেকেই একটি আনন্দ লাগা শুরু করে। কারণ সৌদিতে যদি চাঁদ উঠে যায়, তাহলে তারা অনেকটা নিশ্চিত হয়ে যান যে পরদিন তাদের দেশেও ঈদ হবে। যদিও গত বছর সৌদি আরবে ২৯ রমজান হয়েছিল।

- Advertisement -

পছন্দের অন্যান্য খবর

- Advertisement -

আপনার মতামত দিন

Your email address will not be published.