ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে সৌদি যুবরাজের ফোনালাপ

- Advertisement -

 

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রবিবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছ থেকে একটি ফোন কল পেয়েছেন।

ফোনালাপের সময় দুই নেতা যৌথ সহযোগিতার ক্ষেত্র এবং সেগুলো বৃদ্ধির উপায়গুলি পর্যালোচনা করেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন তারা।

দুই কর্মকর্তা নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের জন্য সর্বশেষ উন্নয়ন এবং তাদের প্রতি গৃহীত প্রচেষ্টা সম্পর্কেও মতবিনিময় করেন।

মধ্যপ্রাচ্যে গাজা ইস্যুকে কেন্দ্র করে বর্তমানে নতুন উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজাবাসীকে গাজা থেকে সরিয়ে জর্ডান, মিশর ও সৌদি আরবে পাঠাতে চায়।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই সিদ্ধান্তের বিরোধিতা করছে আরব রাষ্ট্রগুলো।

 

- Advertisement -

পছন্দের অন্যান্য খবর

- Advertisement -

আপনার মতামত দিন

Your email address will not be published.