ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৪১৩

ডেস্ক রিপোর্ট

৮৫

- Advertisement -

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার রয়েছেন ৩ জন। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৩ জন।

সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সেরা তিন শিক্ষার্থীকে হুয়াওয়ের সম্মাননা
এতে বলা হয়েছে, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন এক হাজার ৬৬৫ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯৬১ জন এবং ঢাকা সিটির বাইরে ৭০৪ জন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৭ হাজার ৬৪৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ১৩ হাজার ৯৩৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৩ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১০৩ জন এবং ঢাকা সিটির বাইরে ৩১০ জন ভর্তি হয়েছেন।

- Advertisement -

পছন্দের অন্যান্য খবর

- Advertisement -

আপনার মতামত দিন

Your email address will not be published.