রাজশাহীর বাঘায় শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২১ ফেব্রুয়ারী) সকালে উপজেলা চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ, ওসি আমিনুল ইসলাম, উপজেলা আলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল প্রমুখ।
এর আগে উপজেলা প্রশাসন, আ.লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, মুক্তিযোদ্ধা, বাঘা থানা, প্রেস ক্লাব, শিক্ষা প্রতিষ্টান, এনজিও, সামাজিক সংগঠন আলাদা ব্যানারে শহীদদের স্বরণে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।