পদ্মার চরে বেঞ্চের শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

৩০

- Advertisement -

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরে বেঞ্চ দিয়ে শহীদ মিনার বানিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে চকরাজাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বন্যায় ভেঙ্গে যাওয়া বিদ্যালয়টি অন্যত্রে স্থানান্তর করা হলেও শহীদ মিনার নির্মান করা হয়নি। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেঞ্চ দিয়ে শহীদ মিনার বানিয়ে এ দিবসটি পালন করে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বেশ কিছু দিন থেকে শহীদ মিনার নির্মানের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন করে আসছিলাম। কিন্তু প্রধান শিক্ষক শহীদ মিনার বানিয়ে দিতে পারেনি। আমরা বেঞ্চ দিয়ে শহীদ মিনার বানিয়ে আন্তার্জাতিক মাতৃভাষা দিবস পালন করি। এই শহীদ মিনারে শুধু আমরাই ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়নি। চরের সাধারণ মানুষও এই শহীদ মিনারে এসে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। এমনকি চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও এখানে এসে শহীদদের স্বরনে ফুল দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বলেন, শিক্ষার্থীরা আমার কাছে বারবার শহীদ মিনার বানিয়ে দেয়ার জন্য আবেদন করে। কিন্তু বিদ্যালয়ে অর্থ না থাকায় শহীদ মিনার বানিয়ে দেওয়া সম্ভব হয়নি।

চকরাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবলু দেওয়ান বলেন, বারবার নদী ভাঙনের কারনে স্থায়ীভাবে শহীদ মিনার নির্মান করা সম্ভব হয়নি। তাই বেঞ্চের শহীদ মিনার বানিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পদ্মার চরের শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, প্রতি বছরই কোন না কোন প্রতিষ্ঠান চকরাজাপুরে নদী ভাঙনের শিকার হয়। এরপরও আমি উদ্বুদ্ধ করবো নিজের ভালবাসা থেকে যে কোনভাবে শহীদদের স্বরণ করা উচিত। এরপর পর্যায়ক্রমে প্রতিটি স্কুলে শহীদ মিনার নির্মান করা হবে।

- Advertisement -

পছন্দের অন্যান্য খবর

- Advertisement -

আপনার মতামত দিন

Your email address will not be published.