আগুনে পুড়ল রমজানের জন্য মজুত করা পণ্য

ডেস্ক রিপোর্ট

৩৯

- Advertisement -

বাগেরহাটের সিএন্ডবি বাজারে আগুনে পুড়ে একটি মুদি দোকানের অর্ধ কোটি টাকার পণ্য ছাই হয়েছে। রমজান মাসকে সামনে রেখে এসব পণ্য মজুদ করা হয়েছিল।

মঙ্গলবার (০৫ মার্চ) ভোরে সদর উপজেলার সিএন্ডবি বাজারের তারেক কাজীর মুদি দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের প্রায় অর্ধকোটি টাকার পণ্য পুড়ে ছাই হয়ে যায়। তবে ইটের দেওয়াল ও সাটার থাকায় আগুন অন্য কোথাও ছড়াতে পারেনি।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক তারেক কাজী বলেন, ‘রমজান মাসকে সামনে রেখে দোকানে নিত্য প্রয়োজনীয় সামগ্রীসহ অতিরিক্ত পণ্য মজুদ করেছিলাম। সব কিছু নিমিষেই শেষ হয়ে গেল।’

তিনি আরও জানান, ডিলার ও পাইকারি ব্যবসায়ীদের কাছে তার অনেক টাকা দেনা রয়েছে। এই দেনা কীভাবে পরিশোধ করবে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তারেক কাজী।

- Advertisement -

পছন্দের অন্যান্য খবর

- Advertisement -

আপনার মতামত দিন

Your email address will not be published.