দাউদ ইব্রাহিমের প্রশংসা করে বিতর্কে মিয়াঁদাদ

ডেস্ক রিপোর্ট

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। তার ছেলে বিয়ে করেছেন মাফিয়া ডন খ্যাত দাউদ ইব্রাহিমের মেয়েকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দাউদ ইব্রাহিমের প্রশংসা করেন জাভেদ মিয়াঁদাদ। তিনি বলেছেন, আমি ওনাকে অনেক দিন ধরে চিনি। ওর মেয়ে আমার ছেলেকে বিয়ে করেছে। আমার পুত্রবধূ উচ্চশিক্ষিত।

পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার আরও বলেন, দাউদ ইব্রাহিমের মেয়ে কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছে। নামি বিশ্ববিদ্যালয়ে পড়েছে। আসল দাউদ ইব্রাহিমকে চেনা সোজা কাজ নয়। ওদের পরিবারকে লোকে যা ভাবে, আদৌ সেটা ঠিক নয়।

তিনি আরও বলেন, দাউদ ইব্রাহিম মুসলমানদের অনেক উপকার করেছেন। অনেক ভালো কাজ করেছেন। সেজন্য তাকে মানুষ মনে রাখবে।

জাভেদ মিয়াঁদাদ পাকিস্তানের হয়ে ১২৪টি টেস্টে ২৩টি সেঞ্চুরির সাহায্যে ৮ হাজার ৮৩২ রান করেছেন। আর ওয়ানডেতে ২৩৩ ম্যাচে অংশ নিয়ে ৮টি সেঞ্চুরির সাহায্যে সংগ্রহ করেন ৭ হাজার ৩৮১ রান।

দাউদ ইব্রাহিমের প্রশংসামিয়াঁদাদ
Comments (০)
Add Comment