কমলাপুর রেলস্টেশনে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়

ডেস্ক রিপোর্ট

পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে ইতোমধ্যেই রাজধানী ছেড়ে গ্রামে ফিরতে শুরু করেছে মানুষজন। গত কয়েকদিনের তুলনায় আজ রোববার (৭ এপ্রিল) কমলাপুর রেলস্টেশনে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। তবে ২-১টি ট্রেন ছাড়তে বিলম্ব হলেও বেশিরভাগ মানুষের কোনো ভোগান্তির অভিযোগ পাওয়া যায়নি।

আজ সকাল থেকেই কমলাপুর স্টেশনে কড়া চেকিং পার হয়ে হাজার হাজার যাত্রী স্টেশনে প্রবেশ করছেন। টিকিট ছাড়া যাত্রী প্রবেশে বেশ কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। বিনা টিকিটের যাত্রীদের ফেরত পাঠাচ্ছেন রেল কর্মকর্তারা। টিকিট ব্যতীত কেউ ঢুকতে না পারায় স্বস্তিতে স্টেশনে ঢুকতে ও ট্রেনে উঠতে পারছেন যাত্রীরা।

স্টেশনের ভেতরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্তের যাত্রীরা স্টেশনে বসে অপেক্ষা করছেন। এখন পর্যন্ত ঈদযাত্রার ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় অভিযোগ নেই যাত্রীদের।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার শাহাদাৎ হোসেন জানান, সকাল থেকে এ পর্যন্ত ১৮টি ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। আজ কোনো শিডিউল বিপর্যয় কিংবা বিলম্বের ঘটনা ঘটেনি।

রেলস্টেশন সংশ্লিষ্টরা জানান, গত চারদিনের তুলনায় যাত্রীচাপ বেড়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রী তুলনামূলক কিছুটা বেড়েছে। তবে পূর্বাঞ্চলের ট্রেনে যাত্রীচাপ সেই তুলনায় কম। রোববার সকাল থেকেই ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে স্টেশনে। লাইন ধরে প্ল্যাটফর্মে প্রবেশ করছেন যাত্রীরা।

তারা আরও জানান, ঈদযাত্রায় টিকিটের ব্যবস্থা শতভাগ অনলাইনে বিক্রির কারণে বিগত সময়ের মতো রাত জেগে ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার বিড়ম্বনায় পড়তে হয়নি যাত্রীদের। তবে যারা অনলাইনে টিকিট কাটতে পারেননি, তাদের জন্য স্টেশনে স্ট্যান্ডিং টিকিট বিক্রির ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। তবে সেখানেও তেমন ভিড় নেই। সহজেই টিকিট কেটে গন্তব্যে যেতে পারছেন তারা।

কমলাপুর রেলস্টেশনমানুষের ভিড়
Comments (০)
Add Comment