উপজেলা পরিষদ নির্বাচনে আধিপত্য বজায় রাখলেন এমপিরা

উপজেলা পরিষদ নির্বাচনে আধিপত্য বজায় রাখলেন এমপিরা
উপজেলা পরিষদ নির্বাচনে নিজেদের আধিপত্য বজায় রেখেছেন স্থানীয় সংসদ সদস্যরা। গত বুধবার অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে কয়েকটি বাদে সব উপজেলায় স্থানীয় সংসদ সদস্যদের পছন্দের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এঁদের মধ্যে সংসদ সদস্যদের নিকটাত্মীয় রয়েছেন এক ডজন।

বুধবার স্থানীয় সরকারের ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।এসব উপজেলার ভোটের বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, অন্তত ১১০টিতে স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এঁদের মধ্যে ১২ জন স্থানীয় সংসদ সদস্যের নিকটাত্মীয়।
তথ্য মতে, উপজেলা নির্বাচন সামনে রেখে স্থানীয় সংসদ সদস্যরা নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে মরিয়া ছিলেন। অনেক সংসদ সদস্যই উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতার মূল প্রতিদ্বন্দ্বী মনে করেন।

এমন পরিস্থিতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন প্রভাবমুক্ত রাখতে নানা কৌশল নেওয়া হয়। প্রশাসনকেও কঠোর হতে নির্দেশ দেয় সরকার।
সংসদ সদস্যের ঘনিষ্ঠরা জয় পেলেন যেসব উপজেলায়

মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা পরিষদ ভোটে স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ঘনিষ্ঠ দুই নেতা জয় পেয়েছেন। পিরোজপুর সদর উপজেলায় এস এম বাইজিদ হোসেন, নাজিরপুরে এস এম নূরে আলম শাহীন, ইন্দুরকানীতে জিয়াউল আহসান গাজী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

 

উপজেলা পরিষদউপজেলা পরিষদ নির্বাচন
Comments (০)
Add Comment