হীরামান্ডি: অন্তঃরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন শ্রুতি

হীরামান্ডি: অন্তঃরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন শ্রুতি
‘হীরামান্ডি’ সিরিজের দৃশ্যে শ্রুতি

বলিউডের গুণী নির্মাতা সঞ্জয় লীলা বানসালি মানেই দুর্দান্ত সেট, নজরকাড়া লুক। ‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’ সিরিজেও বরাবরের ধারাবাহিকতা বজায় রেখেছেন এই নির্মাতা। গত ১ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এটি। সিরিজটিতে সায়মা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন শ্রুতি শর্মা।

এ সিরিজে প্রথমবার অন্তঃরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন শ্রুতি শর্মা। গল্পে রজত কৌর শ্রুতির প্রেম প্রত্যাশা করেন। এ জুটির বেড সিন রয়েছে। অন্তঃরঙ্গ দৃশ্যটি নিয়ে জোর আলোচনা চলছে। এ নিয়ে মুখ খুললেন শ্রুতি।

এন্টারটেইনমেন্ট লাইভকে দেওয়া সাক্ষাৎকারে শ্রুতি শর্মা বলেন, ‘আমার ও ইকবালের (রজত কৌর) একটি রোমান্টিক দৃশ্য রয়েছে। রোমান্টিক বলতে, এটি খুবই রোমান্টিক দৃশ্য। প্রথমবার পর্দায় এ ধরনের রোমান্স করলাম। আমরা রোলিং করছিলাম, কথা বলছিলাম, এটি খুবই কঠিন কোরিওগ্রাফি ছিল। আমরা একে অপরের ওপরে ছিলাম।’

বিনোদন
Comments (০)
Add Comment