যাত্রাবাড়ীতে জামায়াতের নেতাকর্মীদের ওপর পুলিশের টিয়ারশেল, আটক ৪

ডেস্ক রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার অভিযোগ তুলেছে দলটি। সংবাদ বিজ্ঞপ্তিতে দলের ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সহকারী আব্দুল্লাহ সাইফ অভিযোগ করেছেন, মানববন্ধন শেষে চলে যাওয়ার পথে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ রবিবার যাত্রাবাড়ীতে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। আব্দুল্লাহ সাইফ বলেছেন, শান্তিপূর্ণ মানববন্ধন শেষে চলে যাওয়ার পথে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

পুলিশের হামলার ঘটনায় তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারী শফিকুল ইসলাম মাসুদ।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বলেন, নাশকতার পরিকল্পনা করছিল এই অভিযোগের ভিত্তিতে চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটকদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি।

টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগের বিষয়ে তিনি বলেন, মানববন্ধনকারীরা সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছিলেন। সরিয়ে দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে।

জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানববন্ধনে দলের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য হেলাল উদ্দিন বলেছেন, ‘বাংলাদেশে আজ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।

রাষ্ট্রীয়ভাবে গুম, খুন, নির্যাতন চরম আকার ধারণ করেছে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে বর্তমান সরকার ও প্রশাসনের কর্তাব্যক্তিদের একদিন জনগণের আদালতে বিচার হবে।’

হেলাল উদ্দিন বলেন, ‘দীর্ঘ ৭ বছর ধরে ব্যারিস্টার আরমান ও সাবেক বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল আযমীকে পাওয়া যাচ্ছে না। মেধাবী ছাত্র ওলিউল্লাহ ও আল মোকাদ্দাসকে ২০১২ সালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপরে আর তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য দেলাওয়ার হোসেন, আব্দুল মান্নান, মোকাররম হোসাইন প্রমুখ।

দেলাওয়ার হোসেন বলেন, ‘সরকারের পতন ছাড়া গুম ও খুন হওয়া ব্যক্তিদের সন্তান ও মা-বাবার কষ্ট মুছবে না। আমরা কারানির্যাতিত বিরোধী দলের সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি চাই। একতরফার ফরমায়েশি নির্বাচন বন্ধ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং গুম হওয়া সবাইকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’

আটকজামায়াতের নেতাকর্মীটিয়ারশেলপুলিশযাত্রাবাড়ী
Comments (০)
Add Comment