গুলশানে ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন

ডেস্ক রিপোর্ট

রাজধানীর গুলশান-১ নম্বর এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবব পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।

বৃহস্পতিবার দুপুর ১টা ৪২ মিনিটের দিকে এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, আমাদের কাছে দুপুর ১টা ৪২ মিনিটের দিকে খবর আসে যে, গুলশান-১ নম্বর এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তেজগাঁও ফায়ার স্টেশনকে বিষয়টি জানানো হয়। সেখান থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণে কাজ করছে।

আগুনগুলশানট্রান্সফরমার বিস্ফোরণ
Comments (০)
Add Comment