কুমিল্লায় ভোটে এগিয়ে সূচনা, ময়মনসিংহে টিটু

ডেস্ক রিপোর্ট

অভিযোগ-পাল্টা অভিযোগ, সংঘর্ষ ও বিচ্ছিন্ন সংঘাতের মধ্য দিয়ে শেষ হয়েছে কুমিল্লা ও ময়মনসিংহের সিটির উপনির্বাচন। এখন চলছে ভোট গণনা।

এখন পর্যন্ত ৫০টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। তাতে ২১ হাজার ৪৮৪ ভোট পেয়ে এগিয়ে আছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা (বাস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিলঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ১১ হাজার ৯৪৫ ভোট।

কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র তাহসীন বাহার
কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন (ঘোড়া) পেয়েছেন ৫ হাজার ৪৮৫ ভোট।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি নুর-উর রহমান মাহমুদ (হাতি) পেয়েছেন ২ হাজার ২১০ ভোট।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। ভোটকেন্দ্র ১০৫টি। এই সিটি করপোরেশন এবারও ভোট গ্রহণ হয়েছে ইভিএমের মাধ্যমে।

অপরদিকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ময়মনসিংহ সিটি নির্বাচনে ২ কেন্দ্রে ইকরামুল হক টিটু (টেবিল ঘড়ি) পেয়েছেন ১ হাজার ৭৭৮ ও সাদেকুল হক খান মিল্কি (হাতি) ৩৮২ ভোট পেয়েছেন।

কুমিল্লায় ভোটটিটুময়মনসিংহসূচনা
Comments (০)
Add Comment