তবে কি আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পরীমনি! এমন আলোচনা সমালোচনাতে এখন সয়লাব সোশ্যাল মিডিয়া। সমালোচনার শুরু হয়ে শেখ সাদী আর পরীর পোষ্ট কে কেন্দ্র করে।
জল্পনা কল্পনার পাশাপাশি সাদী আর পরীমনির প্রেমের গল্পও বুনতে শুরু করেছেন পরীর ভক্তরা। ভক্তরা চায় ফের সংসারী হোক পরীমনি। পরীর কোল আলো করে আসুক আরও বেশ কয়েক জন পরী। আর এই জল্পনার খাতায় বাদ যায়নি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও।
সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস ‘বিয়ের পথে পরীমনি’ এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে। আর তাতেই যেন বিয়ের সানাই বাজতে শুরু করেছে পরীর ভক্তদের মনে।
প্রতিবেদনে বাংলাদেশের গায়ক শেখ সাদীকে উল্লেখ করে তারা লিখেছেন, ২৮ বছর বয়সী বাংলাদেশী গায়ক শেখ সাদীকে নিয়ে জল্পনা তুঙ্গে, কে তিনি?
শেখ সাদীর এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই আলোচনার সূত্রপাত হয়েছে। সাদী পোস্টে লিখেছেন, “অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না, পরী আমার।” সাথে দিয়েছেন ভালোবাসার ইমোজি, যা জল্পনা সৃষ্টি করেছে।
তবে কিছুদিন আগে শেখ সাদীই পরীমনির জামিনদার ছিলেন, যা আরও উত্তেজনা বাড়িয়েছে। পরীমনির বয়স ৩৩ বছর, একাধিক ডিভোর্সের পর তিনি দুই সন্তানের মা।
অন্যদিকে, ২৮ বছর বয়সী গায়ক শেখ সাদী এখনও অবিবাহিত। তাদের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। শেখ সাদী অবশ্য প্রেমের গুঞ্জন পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমরা সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা রয়েছে, এর বেশি কিছু নয়।”
তবে পরীমনি পাল্টা মন্তব্য করে লিখেছেন, “ওরে পরী মানে ডানা ওয়ালা পরী, পরী মণি না।”
পরে, শেখ সাদীও এ পোস্ট শেয়ার করে মন্তব্য করেন, “আরও একটা জিনিস, আই ডিজার্ভ পরী-র অর্থ হল, ‘পরী আমার’ না।”
২০১৮ সালে পরীমনি গোপনে ছেলে পদ্মের সঙ্গে একটি কন্যা সন্তান দত্তক নেন, যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম। ২০২২ সালে শরিফুল রাজের সঙ্গে বিয়ে করেছিলেন পরীমনি, তবে এক বছর পর তাদের সংসার ভেঙে যায়।
মানবকণ্ঠ/আরআই
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট
পছন্দের অন্যান্য খবর