পবিপ্রবির সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি আটক

- Advertisement -

সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি মশিউর রহমান বাবুকে(২৭) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রবিবার(৯ ফেব্রুয়ারি) রাতে পটুয়াখালীর দুমকি উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয় ।

মশিউর রহমান পবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তাঁর বিরুদ্ধে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন,মারামারি ও বিজয় দিবসের অর্থ আত্মসাতের মতো অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে পবিপ্রবির মৎস্যবিজ্ঞান অনুষদের ভুক্তভোগী এক সাবেক শিক্ষার্থী বলেন,’ মশিউর রহমান বাবুর নেতৃত্বে তাকে ২০১৮ সালে শিবির ট্যাগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের টর্চার সেলে নির্যাতন করে রক্তাক্ত অবস্থায় পুলিশের কাছে মিথ্যা মামলা দিয়ে তুলে দেয়।

এ সময় বাবুর গ্রেফতারের সংবাদ শুনে তিনি আরও বলেন তার উপর হওয়া নির্যাতন ও মিথ্যা মামলার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।’

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ‘বিএনপির অফিস ভাঙচুরের মামলায় অভিযুক্ত বাবুকে আটক করা হয়েছে।সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

- Advertisement -

পছন্দের অন্যান্য খবর

- Advertisement -

আপনার মতামত দিন

Your email address will not be published.