এক ঘন্টার শিক্ষক ইউএনও আরফাতুল আলম

মোঃ শরিফুল ইসলাম

৫৬

- Advertisement -

এক ঘণ্টার স্কুলশিক্ষক হয়ে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করালেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আরফাতুল আলম।

রবিবার (১৯ মে ২০২৪) বেলা ১১টার দিকে উপজেলার দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে আকস্মিকভাবে গিয়ে তিনি এ পাঠদান করেন।

জানা যায়, ইউএনও আরফাতুল আলম প্রথমে স্কুলে গিয়ে শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে গিয়ে পাঠদানের পাশাপাশি দেশপ্রেম, স্বাস্থ্যসেবা, ডেঙ্গু, পানিবাহিত রোগ, হাত ধোঁয়া ও সাঁতার শেখার ওপর সচেতনামূলক আলোচনা করেন। এ সময় স্কুলের প্রধান শিক্ষক ও শ্রেণি শিক্ষক উপস্থিত ছিলেন।

স্কুলের শিক্ষার্থী ইসরাত কামাল, কলি খন্দকার ও আফরিন ইসলাম জানান, ইউএনও স্যার তাদের ক্লাস নিয়েছেন। ক্লাসে এসে স্যার তাদের বিভিন্ন প্রশ্ন করেছেন এবং মজার গল্প করেছেন। কীভাবে পড়া মনে রাখা যায় সেই নিয়মও শিখিয়ে দিয়েছেন। মা, মাটি দেশ সম্পর্কে তাদের শিখিয়েছেন। দেশকে মায়ের সঙ্গে তুলনা করে মায়ের মতো দেশকে ভালোবাসতে হবে সেই বিষয়টি তাদের সুন্দরভাবে বুঝিয়েছেন ইউএনও স্যার।

স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, ইউএনও স্যার হঠাৎ করে স্কুলে আসেন। বিভিন্ন ক্লাসে গিয়ে পাঠদান করান, স্কুলের আঙিনা ঘুরে দেখেন। একইসঙ্গে শিক্ষা বিষয়ক পরামর্শ দেন। মনে হয়েছে যেন শিক্ষা ব্যবস্থায় আমরাও নতুন কিছু শিখেছি।

পাঠদানের বিষয়ে ইউএনও আরফাতুল আলম বলেন, বাচ্চাদের পড়াতে খুব ভালো লাগে। শিক্ষা-জ্ঞান ছড়িয়ে দেওয়ার মতো আনন্দ আর কিছুতে নেই। ছোট ছোট বাচ্চাদের পড়ানো অসাধারণ ব্যাপার। এতে দুটি লাভ হয়। বাচ্চাদের পড়াতে পারছি আবার ওই স্কুলে কোনো সমস্যা আছে কিনা, সেটাও সরেজমিন দেখতে পারছি।

ইউএনও আরও বলেন, উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রজাতন্ত্রের কর্মচারী এবং দেশের একজন নাগরিক হিসেবে শিক্ষা খাতের উন্নয়নে ভূমিকা রাখতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়।

- Advertisement -

পছন্দের অন্যান্য খবর

- Advertisement -

আপনার মতামত দিন

Your email address will not be published.