২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৬০৭

ডেস্ক রিপোর্ট

- Advertisement -

সারাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৬০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূলে এক হাজার ৭৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

ইনামুল হক সাগর জানান, অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ৬০৭ জনকে। এছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে এক হাজার ৭৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্টে দু’টি পিস্তল, একটি এলএমজি, দুই রাউন্ড গুলি, একটি শুটারগান, পাঁচটি কার্তুজ, ১৩টি ছুরি, দু’টি কুড়াল, দু’টি লাঠি, একটি করাত, তিনটি হাতুড়ি, দু’টি প্লাস, একটি পাইপগান, দু’টি বাটাল ও ছয়টি রামদা উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

পছন্দের অন্যান্য খবর

- Advertisement -

আপনার মতামত দিন

Your email address will not be published.