তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া দফতরের

ডেস্ক রিপোর্ট

৫৪

- Advertisement -

নতুন বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বুধবার (৩ জানুয়ারি)। সকালে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। এতেই বোঝা যায় উত্তরে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় পুরো দেশেই ঠাণ্ডা বেড়েছে।

আগামী কয়েকদিনে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকানুজ্জামান রোকন সময় সংবাদকে বলেন, গত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে এখানে। হিমালয়ের নিকটবর্তী হওয়ায় এখানে শীতের তীব্রতা বেশি। তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে বলে জানান এই পর্যবেক্ষক।

এদিকে আবহাওয়া দফতর বলছে, শৈত্যপ্রবাহের প্রভাবে আগামী কয়েকদিনও রাতের তাপমাত্রা কমতে পারে। এছাড়া জানুয়ারিতে আরও একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও শঙ্কা রয়েছে।

এদিকে, তাপমাত্রার অবনতি আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাতে ও সকালে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে, চলতি জানুয়ারি মাসে দেশের উত্তর, পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও নদী অববাহিকা অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা কোনো কোনো স্থানে দুপুর পর্যন্ত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বৃষ্টিপাতও এ মাসে কম হতে পারে। এছাড়া ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনাও নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

- Advertisement -

পছন্দের অন্যান্য খবর

- Advertisement -

আপনার মতামত দিন

Your email address will not be published.