আজ গণতন্ত্রের বিজয়ের দিন: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট

৪২

- Advertisement -

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজ গণতন্ত্রের বিজয়ের দিন। আমরা বাংলাদেশের জনগণের কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ।

রোববার (০৭ জানুয়ারি) ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন,
জনগণ নাশকতা-ভয়ভীতি মোকাবেলা করে নির্বাচনে অংশ নিয়েছেন। আমরা তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জনগণ পছন্দ মতো তাদের প্রার্থীদের নির্বিঘ্নে ভোট দিয়েছেন।

এ নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে। আজ গণতন্ত্রের বিজয়ের দিন বলেও জানান তিনি।

পৃথিবীর কোথাও পারফেক্ট ডেমোক্রেসির বাস্তবতা নেই এ কথা জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, যারা গণতন্ত্র-মানবাধিকারের কথা বলে, তাদের দেশে কতটা গণতন্ত্র আছে, সেটা দেখা দরকার।

নির্বাচনে ভোট দেয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি। এ নির্বাচনে নৌকা মার্কার বিজয়ী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,

বিএনপি-জামায়াত তাদের দোসররা নির্বাচনে অংশ নেননি, ভোট প্রতিহত করতে চেয়েছিল, সন্ত্রাস-অগ্নিসন্ত্রাস করেছে; ব্যালটের মাধ্যমে আজ বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছেন। যে নির্বাচন বিএনপি বর্জন করেছে, সেই নির্বাচনে ভোটাররাই বিএনপিকে বর্জন করেছেন।

- Advertisement -

পছন্দের অন্যান্য খবর

- Advertisement -

আপনার মতামত দিন

Your email address will not be published.