সীমান্তে বিজিবির শক্তি বৃদ্ধি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

২১

- Advertisement -

সীমান্তে বিজিবির শক্তি বৃদ্ধি করা হয়েছে। কোস্ট গার্ড, পুলিশকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (৪ ফেব্রুয়ারি) মিয়ানমার ইস্যুতে বিজিবি মহাপরিচালকের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, মিয়ানমার বর্ডার পুলিশের ১৪জন আত্মরক্ষার্থে বাংলাদেশে ঢুকেছে। তাদের আটক রেখেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের ফেরত পাঠানোর চেষ্টা চলছে। খুব শিগগিরই ফেরত যাবে।

তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রক্রিয়া বর্তমান পরিস্থিতির জন্য দেরি হতে পারে। সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেয়া হবে না। তবে সরকারি বাহিনীর কেউ আত্মরক্ষার্থে আশ্রয় চাইলে কিছু করার থাকে না।

মন্ত্রী বলেন, আমরা কারো সাথে যুদ্ধে জড়াতে চাই না। বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখছি। মর্টারশেল আমাদের সীমানার ভেতর পরেছে, কেউ আহত হননি।

- Advertisement -

পছন্দের অন্যান্য খবর

- Advertisement -

আপনার মতামত দিন

Your email address will not be published.