পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ৮

ডেস্ক রিপোর্ট

৩৭

- Advertisement -

আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে পাকিস্তানি বিমান হামলায় আটজন নিহত হয়েছে। নিহতের মধ্যে তিনজন শিশুও রয়েছে। স্থানীয় সময় আজ সোমবার (১৮ মার্চ) তালেবান সরকারের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন এবং হামলার নিন্দা করেছেন।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন, ‘রাত তিনটার দিকে পাকিস্তানি বিমান পাকিস্তানের সীমান্তবর্তী খোস্ত এবং পাকতিকা প্রদেশে বেসামরিক বাড়িগুলোতে বোমাবর্ষণ করেছে।

পাকতিকা প্রদেশে তিন নারী ও তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছে। তিনি অরো বলেন, ‘খোস্তে দুই নারী নিহত হয়েছেন। তালেবান সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এই বেপরোয়া পদক্ষেপকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন ও আক্রমণ।’

গত শনিবার পাকিস্তানের ভূখণ্ডের অভ্যন্তরে একটি হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর এই হামলার ঘটনা ঘটল।

এর আগে সেনা নিহত হওয়ার ঘটনায় দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিলেন। তিনি সেনাদের জানাজায় অংশ নেওয়ার সময় বলেছিলেন, “পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে, কেউ আমাদের সীমানা, বাড়ি বা দেশে প্রবেশের চেষ্টা করলে বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটালে আমরা তাদের কঠোর জবাব দেব। সে যেই হোক বা যে দেশেরই হোক না কেন।”

২০২১ সালে তালেবান সরকার ক্ষমতা দখল করার পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়েছে।

ইসলামাবাদ দাবি করেছে, ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলেঅ প্রতিবেশী দেশ থেকে নিয়মিত হামলা চালাচ্ছে।’
সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

- Advertisement -

পছন্দের অন্যান্য খবর

- Advertisement -

আপনার মতামত দিন

Your email address will not be published.