এখনো আপনাদের হারামিপনা কমেনি?’

ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি। বর্তমানে অভিনয়ে অনিয়মিত তিনি। নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েই ব্যস্ত থাকেন বেশি। তবে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এ অভিনেতা। প্রায়ই সামাজিক, জাতীয় ও ব্যক্তিগত ইস্যু নিয়ে কথা বলেন।

মাসদুয়েক ধরে দেশে সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। রমজান আসতেই যেন আরও তীব্র আকার ধারণ করেছে। এ বিষয়ে এবার সাধারণ মানুষের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করলেন ওমর সানি।

ফেসবুকে বিষয়টি নিয়ে তিনি লেখেন, হঠাৎ করে সয়াবিন তেল উধাও। তার মানে, এখনো আপনাদের হারামিপনা কমেনি। এই সিন্ডিকেটগুলোকে গণপিটুনির ব্যবস্থা করা ছাড়া আর উপায় নাই।

সিন্ডিকেট করে যারা দ্রব্যমূল্য বৃদ্ধি করেন তাদের অনুরোধ জানিয়ে ওমর সানি বলেন, দয়া করে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করবেন না। এগুলো করলে দেখবেন সব হারাতে হবে। কিছুদিন পরে লিভার নাই, কিডনি নাই, ক্যান্সার, বউ নাই, বাচ্চা কেউ নাই।

প্রসঙ্গত, ওমর সানীকে সর্বশেষ দেখা গেছে ‘ডেডবডি’ নামে একটি সিনেমায়। এটি মুক্তি পায় গত বছরের ৩ মে। এছাড়াও গত বছরের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘সোনার চর’ নামে একটি সিনেমায়ও তিনি অভিনয় করেছিলেন।

ওমর সানি

ওমর সানিজনপ্রিয়ঢাকাই সিনেমা
Comments (০)
Add Comment