ওয়ানডেতে দ্রুততম ৬ হাজারের রেকর্ডে আমলার পাশে বাবর

- Advertisement -

ক্রিকেট ক্যারিয়ারটা এতটাই দুর্দান্তভাবে শুরু করেছিলেন যে তাকে তুলনা করা হতো ভারতের তারকা খেলোয়াড় বিরাট কোহলির সঙ্গে। সেই বাবর আজমের ব্যাটে রান নেই অনেকদিন! ওয়ানডেতে শেষ ২১ ইনিংসে দেখা পাননি সেঞ্চুরির। এত বাজে সময়েও রেকর্ডের পাতায় নাম লেখালেন বাবর। শুক্রবার করাচিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন তিনি।

ত্রিদেশীয় সিরিজ খেলতে নামার আগে বাবর আজমকে দ্রুততম ৬ হাজার ওয়ানডে রানের মাইলফলক হাতছানি দিয়ে ডাকছিল। সেটা মোটেই অসম্ভব ছিল না, দরকার ছিল মাত্র ৪৩ রান। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে সেটা করতে পারেননি ১০ রানে আউট হওয়ায়, প্রোটিয়াদের বিপক্ষে আউট হয়ে যান ২৩ রানে।

সিরিজের ফাইনালে কিউইদের বিপক্ষে খেলতে নামার আগে তার দরকার ছিল মাত্র ১০ রান। চার মেরে ৬ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তিনি, ইনিংস লাগল ১২৩টি। ১২৩ ইনিংসে ৬ হাজার ওয়ানডে রানের ক্লাবে পৌঁছেছিলেন হাশিম আমলাও। দ্বিতীয় স্থানে আছেন বিরাট কোহলি। ভারতীয় কিংবদন্তির ৬ হাজার রান করতে লেগেছিল ১৩৬ ইনিংস, কেন উইলিয়ামসন ও ডেভিড ওয়ার্নারের ১৩৯ ইনিংস করে।

দেড়শর কম ইনিংসে এই মালকফলক ছুঁয়েছেন শিখর ধাওয়ান (১৪০), ভিভ রিচার্ডস (১৪১), জো রুট (১৪১), কুইন্টন ডি কক (১৪২), সৌরভ গাঙ্গুলি (১৪৭) ও এবি ডি ভিলিয়ার্স (১৪৭)। যৌথভাবে দ্রুততম ৬ হাজার রান করলেও বাবর দ্রুততম ৫ হাজারে নিঃসঙ্গ। ৯৭ ইনিংসে ওই ক্লাবে প্রবেশ করেন তিনি। হাশিম আমলা এই মাইলফলকে পৌঁছেন ১০১ ইনিংসে। এছাড়া ১১৪টি করে ইনিংস খেলে ৫ হাজার রান পূর্ণ করেছেন ভিভ রিচার্ডস, কোহলি ও শাই হোপ।

- Advertisement -

পছন্দের অন্যান্য খবর

- Advertisement -

আপনার মতামত দিন

Your email address will not be published.