কর্মসূচিতে পরিবর্তন, এবার ৩৬ ঘণ্টার অবরোধ ডাকল জামায়াত

ডেস্ক রিপোর্ট

৬২

- Advertisement -

সারা দেশে আগামী মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ২৯ অক্টোবর থেকে জামায়াতের চলমান কর্মসূচিতে মঙ্গলবার হরতাল-অবরোধ পালন করেনি দলটি। এবারই প্রথম মঙ্গলবার অবরোধ কর্মসূচির ডাক দিল জামায়াত।

একই সঙ্গে ৪৮ ঘণ্টার কর্মসূচি থেকে সময় কমিয়ে ৩৬ ঘণ্টা করা হয়েছে।
কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করতে জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম।

অন্য এক বিবৃতিতে এ টি এম মা’ছুম আজ রবিবার আন্তর্জাতিক মানবধিকার দিবসের মানববন্ধন কর্মসূচি পালনকালে পুলিশের হামলা ও গুলিবর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এর আগে সরকার পতনের এক দফা দাবিতে আগামী মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধের ডাক দিয়েছে বিএনপি।

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আজ রবিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

- Advertisement -

পছন্দের অন্যান্য খবর

- Advertisement -

আপনার মতামত দিন

Your email address will not be published.