ভালোবাসার ৩ বছরের সম্পর্ক শুধু ধর্মের জন্য ভেঙে দিলেন বলিউড সেলিব্রেটি হিমাংশি খুরানা ও অসীম রিয়াজ। নিজের ইনস্টাগ্রামে এই দুই সেলিব্রেটি আলাদা আলাদা স্ট্যাটাসের মাধ্যমে নিজেদের সম্পর্কের ইতির কথা জানান ভক্তদের।
ভারতীয় টিভি চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-১৩র মঞ্চে অসীম আর হিমাংশি ছিলেন জনপ্রিয় জুটি। হঠাৎ জনপ্রিয় এ জুটির বিচ্ছেদের কথা শুনে অবাক হয়েছেন নেটিজেনরা।
এদিকে অসীম আর হিমাংশি নিজেদের বিচ্ছেদের কারণ হিসেবে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, একে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।
হিমাংশি তার পোস্টে লেখেন,
আমাদের সম্পর্কটা দারুণ ছিল কিন্তু আমরা এবার যে যার মতো নিজেদের জীবনে এগিয়ে যাব। একে অন্যের ধর্মকে শ্রদ্ধা জানিয়েই নিজ নিজ ধর্মের জন্য আমাদের ভালোবাসাকে কুরবান করলাম।
বিচ্ছেদের এমন সুরে তাল মিলিয়েছেন অসীমও। কিন্তু বিচ্ছেদের এমন সুর মেনে নিতে পারছেন না নেটিজেনরা। সেলিব্রেটির পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা বলছেন, নিজেদের সম্পর্ক মিডিয়ায় প্রকাশ্যে এনেছেন, একে অন্যের সঙ্গে সুখেও ছিলেন। হঠাৎ অজানা কারণেই বিচ্ছেদ তাদের। ধর্মকে ইস্যু করা এখানে অপ্রাসঙ্গিক।