কুষ্টিয়ার ভেড়ামারায় জাপান বাংলাদেশ নিহোঙ্গো সেন্টারে ভিসা সফলতায় সংবর্ধণা অনুষ্ঠান গতকাল রবিবার বিকাল সাড়ে ৩টায় সাথী ফুড পার্কের হল রুমে অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম হেলালের সভাপতিত্বে ও মিরপুর উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার ময়নুল ইসলাম রাজীবের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানুর ইসলাম, গণিত শিক্ষক আলী হোসেন, ভেড়ামারা সহকারী মহিলা কলেজের প্রভাষক হাবিবুর রহমান, আল্লারদর্গার নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল ওয়াহাব, ভেড়ামারা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি ও প্রিয়বাংলার স্টাফ রিপোর্টার এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. তৈয়ুবুর রহমান, রুপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আমিনুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী মো. হাকিম সহ প্রমূখ।
অনুষ্ঠান শেষে জাপানের ভিসা পাওয়ায় ৫জনকে সংবর্ধণা ও তাদেরকে জাপানী ভিসা তুলে দেওয়া হয়।